Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

 

জাতির জনক, স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন দারিদ্র্য বিমোচন এবং সোনার বাংলা গড়া। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের এই মহান জাতীয় দায়িত্ব পালনের লক্ষ্যকে সামনে রেখে তারই সুযোগ্য কন্যা বর্তমানপ্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৯৯ সালের ০৭ নভেম্বর মহান জাতীয় সংসদে ২৩ নং আইনের মাধ্যমে একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসাবে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানের কার্যক্রম তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বিগত ০৯জুলাই ২০০০ সালে শুভ উদ্বোধন ঘোষণাকরা হয়। দারিদ্র্য বিমোচন সারা বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও সর্বাধিক অগ্রাধিকার প্রাপ্ত একটি কার্যক্রম। প্রতিষ্ঠা লগ্ন থেকেই পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন , নারী পুরুষের সমতা বিকাশ সাধন এবং নারীর ক্ষমতায়নের জন্য কাজ করেযাচ্ছে। আর্থ-সামাজিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সংগঠিত করা , সঞ্চয় জমাকরণের মাধ্যমে পুuঁজ গঠন, সদস্যদেরকে আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা ও ঋণ প্রদানের মাধ্যমেসদস্যদের অর্থনৈতিক উন্নয়ন করা এবং নেতৃত্ব বিকাশে সহায়তাপ্রদানের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা,নারী অধিকার ,সামাজিক মূল্যবোধ প্রভৃতি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা পিডিবিএফ এর মূল লক্ষ্য।